নিজমাওনা, উপজেলাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর-১৭৪০
মোবাইল : 01309134739(ভর্তি সংক্রান্ত প্রয়োজনে)
এতদ্বারা বাঁশবাড়ী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লিখিত শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে (https://bashbariahs.edu.bd/) আবেদন করতে হবে। অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ২৫/১২/২০২৪ ইং তারিখ সকাল ৯.০০ টা থেকে শুরু হয়ে ৩১/০১/২০২৫ ইং তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত চলমান থাকবে। ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা মাত্র।
অনলাইনে আবদনের জন্য (https://bashbariahs.edu.bd/) ঠিকানায় প্রবেশ করে “অনলাইন ভর্তি” পেজের মধ্যে “আবেদন ফরম” অপশনে Click করতে হবে। অতঃপর প্রদত্ত অনলাইন ফরম এর সকল অংশ যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে। ফরম পূরণ করে Submit করলে ওয়েবসাইটেই একটি Student ID দৃশমান হবে। উক্ত Student ID অবশ্যই সংরক্ষণ করতে হবে।
উলেখ্য; আবেদন পত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৩০০ Pixel, সাইজ সর্বোচ্চ ২০০Kb) স্ক্যান করে নির্ধারিত জায়গায় Upload করবেন ।
ভর্তির সময় যেসব প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করতে হবে:-
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রসংশাপত্র/ছাড়পত্র।
এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের কপি।
পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।
সার্বিক যোগাযোগঃ
মো: সানোয়ার উদ্দিন
প্রধান শিক্ষক
মোবাইল: 01309134739 (প্রধান শিক্ষক)
বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited